• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বেশি বাড়াবাড়ি করলে অবশ্যই ছেড়ে দেয়া হবে না : বিএনপিকে কাদের

Bybasicnews

Dec 28, 2022

আগামী ৩০ তারিখে সারাদেশে গণমিছিলের নামে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন অপশক্তি গণমিছিলের নামে আগামী ৩০ তারিখে সারাদেশে যড়যন্ত্র করছে এবং প্রস্তুতি নিয়েছে অগ্নি সন্ত্রাসসহ ভাঙচুর করবে।আজ মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১০ ডিসেম্বরে বিএনপি সরকার পতনের যে ডাক দিয়েছিল। সেই দিবাস্বপ্ন তারা সফল হতে পারেনি। তাদের দিবাস্বপ্ন কর্পুরের মতো উড়ে গেছে। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিল। সেদিন গোটা নগরী শান্তিপূর্ণ সমাবেশে মাধ্যমে আওয়ামী লীগের দখলে ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *