• Sat. Nov 9th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় সুদখোর খাদিজার মিথ্যা মামলায় ভিটেছাড়া জলিল মল্লিক

Bybasicnews

Aug 30, 2022


মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের সুদে ব্যবসায়ী খাদিজার অত্যাচারে এবার ভিটেছাড়া হয়েছে জলিল মল্লিক নামে একজন ছোট চাকুরীজীবী।খাদিজা ঐ গ্রামের হুমাউন কবীরের স্ত্রী। সে প্রভাবশালী আলতাফ মোল্যা ও তার ভাই ফুল সরদারের সহযোগীতায় সুদে ব্যবসায় বনে গেছেন।তার খপ্পরে পড়ে আরো স্বর্বস্ব খুয়েছেন, জাগলা গ্রামের দবীর মোল্যা খলিল মোল্যা, কুদ্দুস খা, উজ্জল,রাহিদুল হোসেন এবং আঙ্গারদাহ ও লক্ষিপুর গ্রামের সহজ সরল বাসিন্দারা । এলাকাবাসী অভিযোগ করে জানান,এলাকায় সুদে কারবারি বন্দে প্রতিরোধ করলে খাদিজা আরো শক্ত হয়ে যায়। খাদিজা একজন মামলাবাজ। সে গ্রামের সহজ সরল লোক দেখে এবং প্রতারক আলতাফকে দিয়ে জাল ষ্ট্যাম্প তৈরি করে এ কারবার করে। যদি টাকা দিতে দেরি হয় গরু ছাগল ধরে এমনকি তার মাস্তান বাহিনী দিয়ে হেনস্তা করে নইলে সে মামলা দিয়ে হয়রানী করে। সাংবাদিকরা রিপোর্ট করতে গেলে তাদেরকেও খাদিজা দেখে নেওয়ার হুমকি দেন। আব্দুল জলিল মল্লিক জানান, ১৫ই জুলাই ২০২০ সালে খাদিজার সুদের বিরুদ্ধে প্রথম কথা বলেছিলাম তার মুখ বুলানো বিহারী ভাই পরে স্বামী পরিচয়ের হুমাউন কবীরকে দিয়ে মামলা করে।সে প্রায় ৫০লক্ষ টাকা ছড়িয়ে এ ব্যবসা করেন । তিনি এ সুদে কারবরী ও প্রতারকের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *