• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ছাত্র লীগের শোকসভায় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম 

Bybasicnews

Sep 1, 2022

ফারুক আহমেদ, : মাগুরায় বাংলাদেশ ছাত্র লীগ জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের প্রতি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার ৩১ আগস্ট সকাল ১০ টার সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন, মাগুরা জেলা ছাত্র লীগের সভাপতি নাহিদ খান ও সঞ্চালনায় জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। শোকসভায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, এমপি মোঃ শাহরিয়ার আলম। প্রধান বক্তার আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির আসনে  উপস্থিত ছিলেন, সভাপতি জেলা আওয়ামীলীগ আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,  সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন। এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, মাগুরা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, থানা আওয়ামী লীগের সভাপতি রাঘবদাইড় চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাকী ইমাম, মৎস্যজীবী লীগের আহবায়ক দাউদ জোয়ার্দ্দার সহ আওয়ামী লীগের নেতা-কর্মী বৃন্দগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন । তিনি আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও সরকার করে বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুতি নেবেন। আর মাগুরার ২ আসনের এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবসময় পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *