• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মুখোশ উন্মোচনের সময় এসেছে’

Bybasicnews

Sep 1, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘এখন সময় এসেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশে মুখোশ উন্মোচন করার।’

তিনি বলেন, ‘এখন সময় এসেছে যারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের নেপথ্যে ছিল তাদের খুঁজে বের করার। আমি জানি না আমরা এই হত্যাকাণ্ডের পেছনের মুখোশ উন্মোচন করতে পারব কি না, তবে আমি মনে করি এটি অন্তত একদিন বেরিয়ে আসবে।’প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বুধবার শোকবহ আগস্টের শেষ দিনে জাতীয় সংসদে ১৪৭ বিধির ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

প্রধানমন্ত্রী ১৪৭ বিধিতে আনিত প্রস্তাবটি পাঠ করে এটি গ্রহণ করার অভিমত ব্যক্ত করে বলেন, ‘অন্তত এই হত্যার চক্রান্তকারিদের বের করে জাতির কাছে তাদের চেহারাটা উন্মুক্ত করা দরকার। আমি সেটা মনে করি।’

সংসদ নেতা বলেন, ‘আমি মনে করি, এটা অনেকেই দাবি করেছেন যারা সরাসরি হত্যায় জড়িত তাদের বিচার হয়েছে এবং অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে কিন্তু এই চক্রান্ত শুধু একটা হত্যাকাণ্ডই নয় এই চক্রান্ত একটা রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এবং আমাদের আদর্শের বিরুদ্ধে। কাজেই এই চক্রান্তের পেছনে কারা জড়িত আজকে সেটাও খুঁজে বের করার সময় এসেছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সেটা শেষ করে যেতে পারবো কি না। কিন্তু একদিন না একদিন সেটা নিশ্চয়ই বের হবে, নিশ্চই প্রকাশিত হবে।’

সরকারপ্রধান বলেন, এটা জাতির জানা দরকার এবং প্রজন্মের পর প্রজন্মেরও জানা দারকার যে চক্রান্তটা আমাদের স্বাধীনতার চেতনাটাকেই ধ্বংস করে দিচ্ছিল, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছিল নিশ্চই সেটা জাতির জানতে হবে।

এ সম্পর্কে তিনি আরও বলেন, তবে, হ্যাঁ জানি অনেক কিছুই। কিন্তু আমিতো বলেছি সব কষ্ট, সব কথা, সবকিছু এবং এই সব শোক বুকে ধারণ করেই আমার পথ চলা। আমিতো নীলকণ্ঠ হয়ে বেঁচে আছি। আবার অনেক কিছু জানি, বলি না। কারণ, আমার একটাই লক্ষ্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেটাই স্বার্থকভাবে যখন করতে পারবো হয়তো অনেক কিছু বলার একটা সুযোগ আসবে।’

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *