• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শালিখায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।

Bybasicnews

Sep 8, 2022

শালিখায় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝিনুক মন্ডল(১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ঝিনুক মন্ডল শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধাওয়াসিমা গ্রামের পঙ্কজ মন্ডলের মেয়ে ও বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,পড়া পড়াশোনার পাশাপাশি বাড়ির ছোটখাট কাজের প্রতি নজর দেওয়ার জন্য আত্মহননকারী ঝিনুকের উপর একটু বোকাবোকি করেন তার মা।পরে মায়ের উপর অভিমান করে মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝিনুক।

এব্যাপারে ঝিনুকের বড় কাকা দেব মন্ডল জানান,বুধবার সকালে ঝিনুকের মা-বাবার কান্নাকাটি শুনে ঝিনুকের ঘরে ঢুকে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করি তাকে।

আড়পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন্ত রায় বলেন,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান,এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *