• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বাংলাদেশ স্কাউটস এর ৯ম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা

Bybasicnews

Sep 10, 2022

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ স্কাউটস এর ৯ম বার্ষিক (ত্রৈ-বর্ষিক) সাধারণ সভা ২০২২ আয়োজন করা হয়। শনিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় জেলা স্কাউট ভবন, সেগুন বাগিচা, বাংলাদেশ স্কাউটস মাগুরা এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু। সভায় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা শেখ সালমা খানম, সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস মাগুরা উপজেলা সদর শাখা শামসুন্নাহার লাকী, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস এ এস এম মাজেদুর রহমান, সম্পাদক শালিখা উপজেলা স্কাউট মোঃ বাহারুল ইসলাম, সম্পাদক সদর উপজেলা স্কাউটস মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সদর উপজেলা স্কাউটস মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল মোঃ মাসুদুর রহমান, জেলা কাবলিডার মাগুরা মোঃ মোকাদ্দেস হোসেন, কমিশনার শালিখা উপজেলা ইয়াসমিন আক্তার সহ জেলার বিভিন্ন স্কাউটস সদস্য গণ। বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা, সম্পাদক মোঃ রেজাউল ইসলাম বলেন, বৈশিক মহামারী করোনাকালীন সময়ে অন্যান্য কার্যক্রমের মত স্কাউটস কার্যক্রমও ব্যাহত হয়েছে। আপনারা জানেন যে, বাংলাদেশ স্কাউটের দিক নির্দেশনায় অন্যান্য জেলার ন্যায় মাগুরা জেলাও সকল উপজেলার সহোযোগিতায় শিশু-কিশোর ও কিশোরীদের স্কাউটের মাধ্যমে একজন সৎ, চরিত্রবান, সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল, পরোপকারী সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে দেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। সামগ্রিক ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় স্কাউট কার্যক্রমে দেশের অন্যান্য জেলার তুলনায় মাগুরা জেলা পিছিয়ে নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করে মাগুরা জেলা প্রশংসিত হয়েছে। শাপলা এ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষকরে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৩ টি শাপলা এ্যাওয়ার্ড সহ মোট জেলা থেকে ২৭ জন পুরস্কার পেয়েছে। এখানে খুশির সংবাদ হচ্ছে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইউনিট লিডার মোসাঃ আনোয়ারা খানম খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিট লিডার এবং মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা বিভাগে শ্রেষ্ঠ কাব স্কাউট দল হিসেবে পুরস্কৃত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে একটি স্কাউট বেসিক কোর্স ট্রেনিং করার পর ২০২২ সালের জুন মাসে ১ টি ওরিয়েন্টেশন এবং ডিপিইও, টিইও ও এটিইওদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা সম্পাদকদের সহযোগিতায় এবছর ১৩৮ টি শাপলা ও প্রেসিডেন্ট এ্যাওয়াড এর আবেদন ফরম অঞ্চলে প্রেরণ করেছি। সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু বলেন, স্কাউট একটা সম্মানজনক ও সেবামূলক কাজ। তিনি মাগুরা জেলা স্কাউটস এর সভাপতি জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম মেসেজ প্রদান করেন মাগুরা জেলা স্কাউটস কে নতুন আঙ্গিকে সাজানোর আহবান জানিয়েছেন। সভায় ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আগামী ৩ বছরের জন্য অঞ্চলে প্রেরণ করার জন্য আহবান করা হলো। অনুষ্ঠানের শেষে স্কাউটস সদস্যদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *