মাগুরা প্রতিনিধি॥ ”শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুদা হবে নিরুদ্দেশ”এই শ্লোগানকে সামনে নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং কর্মসুচীর মাগুরা ৩৬ ইউনিয়নের ডিলারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার ১১টায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম,জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন,মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার তারিক উল হাসান,সদর খাদ্য গুদাম কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান,শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধরী,মোহাম্মাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান সিহাব,দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আকরাম হোসেন ইকরাম দৈনিক স্বদেশ প্রতিদিনের ফারুক আহম্মদ,খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান রেন্টু প্রমুখ। বক্তরা মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং কর্মসুচীর আওতায় ভুক্তা কর্মসুচী সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে ডিলারদের প্রচার প্রচারনা,টিসিবির ডিলারদের সমন্ময় সাধন,ও তালিকা রিপিজিট করাসহ,জেলার ৬৭ জন ডিলারদের অবহিত করেন।