• Sat. May 18th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বড়খড়ি গ্রামে হিন্দু-মুসলিমের মাথা-প্রধান ঃ-আব্দুল খালেক বিশ^াস

Bybasicnews

Sep 14, 2022

           

মাগুরা নিজস্ব প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের হিন্দ-মুসলিমের সামাজিক দলের মাথা প্রধান হয়েছেন আব্দুল খালেক বিশ^াস।গত শুক্রবার জুম্মার নামাজের পর বড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে নির্বাচিত করা হয়।মাতব্বর আব্দুস সালাম বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাবেক সেটেলমেন্ট অফিসার মহিদুল ইসলাম আঞ্জু জানান,আমাদের বংশের জন্য এটা করতে আসিনি সারা গ্রামের মাতব্বরী। তবে আমার ভাই আব্দুস সালাম বিশ^াস আমাদের গোত্রের মাতব্বর তো আছেন।প্রফেসার আব্দুল লতিফ বিশ^াস গ্রামের পক্ষ থেকে হিন্দু মুসলিম সবাই তাকে মানতো ।এখন তার মৃত্যুর পর হিন্দু মুসলিমের মধ্যে যে গ্রামের মানুষের বিপদে আপদে সব সময় কাছে পাওয়া যায় এমন যদি কেউ এ রকম মহতী কাজে অংশ নিতে চায় তাকে এ হাউজে সাড়া দিতে হবে। তাকে আমরা গ্রামের পক্ষে নির্বাচিত করব।রফিকুল ইসলাম লাল চাঁদ মোল্যা বলেন,আসলে গ্রামের একজন মাথা তোলা লোক দরকার।যিনি সবার বিপদে আপদে হিন্দু-মুসলিমের পাশে থাকবে। এছাড়া বক্তব্য রাখেন.মাতব্বর রমেশ চন্দ্র,দিলীপ কুমার,সিহাব মোল্যা, আকাম মাতব্বর,প্রমুখ। উপস্থিত ছিলেন,সামছেল মোল্যা,গোলাম রসুল মোল্যা, স্বপন বাবু আব্দুল মজিদ-২, জহুর মোল্যা,গোপাল মাতব্বর, শ্যামল কুমার,আকাম বিশ^াস,নিশিকান্ত মাষ্টার, হারুন মাষ্টার,আব্দুস সবুর, আহাম্মদ বিশ^াস,আবুল মোল্যা,গোশাই মাতব্বর,হান্নান মোল্যা প্রমুখ।বক্তরা আরো বলেন,অধিকাংশ মানুষ এখানে এসেছে তারা গ্রামের সামাজিক দল মানেন। দু একজনের জন্য গ্রাম বসে থাকবেনা।আব্দুল খালেক বিশ^াসের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *