• Wed. Oct 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় শতাব্দীর পরিবহন চালকের বেপরোয়া গতির জন্য ভুট্টার ট্রাক খাদে 

Bybasicnews

Sep 16, 2022

স্টাফ রিপোর্টার : মাগুরা-যশোর হাইওয়ে রাস্তা শিমুলিয়া ঢালের দক্ষিণপাশে ভুট্টার পণ্যবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ১৬ সেপ্টেম্বর শুক্রবার অনুমান বেলা ১২ টার সময় যশোর থেকে শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-১১৯৭) কোচ নং- ৭০১, সাতক্ষীরা থেকে আগত ভুট্টার ট্রাক (ঢাকা মেট্রো- ট – ২০-২৭২২) শতাব্দী পরিবহনের চালকের বেপরোয়া গতি এবং ওভার টেকিং এর জন্য ভুট্টার ট্রাকটি প্লাটি খেয়ে উল্টে খাদে পড়ে যায়। শতাব্দী পরিবহনের যাত্রীরা জানান, ড্রাইভারের বয়স ছিলো অনুমান ১৮/১৯ বছর। শতাব্দী পরিবহনের যাত্রীরা জানান, শতাব্দী পরিবহনের ড্রাইভার এলোমেলো ভাবে গাড়ি চালিয়ে ট্রাককে খাদে ফেলে দেয়। এ বিষয়ে স্যানিটরী ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্র পরিশোধনাগারের গার্ড স্বপন সরদার, সিতারামপুর তিনি ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, শতাব্দী পরিবহনের এলোমেলো চালানোর কারনেই ট্রাকটি খাদে গেছে। ট্রাকের হেলপার ইমন (১৫), পিং- জিয়ারুল, সাং- হাজীপুর, জেলা- সাতক্ষীরা বলেন, শতাব্দী পরিবহন বামে চাপ দিলে আমাদের ট্রাকটি খাদে যেয়ে উল্টে যায়। ট্রাকের চালকের বাড়ি আছাদুল (৩৫), পাথরঘাটা, সাতক্ষীরা জেলায় বাড়ি, ভুট্টা সাতক্ষীরা ভোমরা বর্ডার থেকে লোড করে ময়মনসিংহ জেলায় যাচ্ছিলো। মাগুরা হাইওয়ে পুলিশ এসআই জাহাঙ্গীর ও এএসআই ইউসুফ সঙ্গীয় পুলিশ ফোর্স এনে ঘটনা স্থলের যাত্রীদের অভিযোগ শোনেন। এ বিষয়ে মাগুরা হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর জানান, ঢাকাগামী শতাব্দী পরিবহনের ড্রাইভার, সুপার ও হেলপার যাত্রীদের ফেলে রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ট্রাক ও পরিবহনের নাম পুলিশ রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করেন এবং গাড়ি ২ টায় পুলিশ পাহারায় রাখেন। শতাব্দী পরিবহনের যশোর জেলার ম্যানেজমেন্ট বিভাগের লিটন মুঠোফোনে জানান, ৭০১ নম্বর কোচটির ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজার যাত্রীদের ফেলে রেখে পালিয়ে গেছে। এজন্য দ্রুত যাত্রীদের ঢাকা যাওয়ার জন্য আরেকটি শতাব্দী পরিবহন পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *