• Sat. May 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা বেরইল গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী

Bybasicnews

Sep 15, 2022

ফারুক আহমেদ, : শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সবত্র আমরা এই প্রতিপাদ্য মটোকে সামনে নিয়ে মাগুরা রাঘবদাইড় ইউনিয়নের বেরইল গ্রামে ১০ দিন প্রশিক্ষণের মেয়াদে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২ (পুরুষ ও মহিলা) সমাপনী অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় বেরইল বাজার স্কুল এন্ড কলেজ শ্রেণীকক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাগুরা সদর এর আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, বেরইল বাজার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, জেলা মহিলা প্লাটুন কমান্ডার নিলুফা ইয়াসমিন, রাঘদাইড় ইউনিয়ন ভিডিপি দলনেতা রাসেল মাহমুদ, রাঘবদাইড় ইউনিয়ন আনসার কমান্ডার কুমুদ রঞ্জন বিশ্বাস, সহকারী ইউনিয়ন কমান্ডার আছাদুজ্জামান, মঘী ইউনিয়ন ভিডিপি দলনেত্রী লাকী খাতুন, পৌরসভা ২ নং ওয়ার্ড ভিডিপি দলনেতা আল মামুন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তারিফ-উল-হাসান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় সরকারের পাশে থেকে মানবিক ও প্রতিরক্ষার দায়িত্ব পালন করে থাকে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নির্বাচনে দায়িত্ব পালন, পুজা ডিউটি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন, দুর্যোগের সময় দায়িত্ব পালন সহ নানারকম ঝুঁকিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তিনি মোবাইল ফোন ও মোটরসাইকেলের সঠিক ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের বিশেষ ভাবে সরকারি বিধিনিষেধ মানতে দৃষ্টি কামনা করেন। ১০ দিন মেয়াদে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণে ৬৪ জন ভিডিপি সদস্য-সদাস্যা ট্রেনিং নেয়। এরপর অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথি মহোদয়, আনসার ও ভিডিপি সদস্য-সদ্যাসা জসিমউদ্দীন, সৌরভ, স্বর্ণলতা ও রিনি খাতুন কে ভালো প্রশিক্ষণের জন্য পুরস্কার বিতরণ করেন। আর ৬৪ জন ভিডিপি সদস্যগণদের মাঝে সার্টিফিকেট ও ভাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *