• Fri. Nov 8th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা দীঘা ইন্তাজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন প্যানেলের ৫জনই জয়ী

Bybasicnews

Sep 22, 2022


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা মোহাম্মদপুর উপজেলার দীঘা ইন্তাজ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২১ শে সেপ্টেম্বও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্জন্ত চলে।মোহাম্মাদপুর উপজেলা তথ্য যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম ছিলেন প্রিজাইডিং অফিসার।তিনি বিকাল সাড়ে ৫টায় জনসম্মুখে ফলাফল ঘোষনা করেন।সালাউদ্দিন রেজার প্যানেলের সবগুলো প্রার্থী বিজয়ী হন।বিজয়ীরা স্কুল মাঠে বিজয় মিছিল দিতে থাকেন। এদিকে ফলাফল ঘোষনার পর বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক শ্লোগান বন্ধে শান্ত করে বলেন এ বিজয় আমাদের মুক্তিযুদ্ধের বিজয়। আমরা দীর্ঘ দিনের আন্দলনে আজ পুরা এলাকাবাসী আমাদের রায় দিয়েছে। ন্যায় নীতির পক্ষে মানুষ এখনো আছে থাকবে চিরকাল। আর অন্যায় অসত্যের জোর বেশি দিন থাকেনা।এ রিপোর্ট লেখা পর্জন্ত দীঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ফেষ্টুন ,বাঁশি, বেলুন ,রং মেখে বিভিন্ন ঢংগে উল্লাশ করে তাদের দীর্ঘ দিনের মনের দাবীর কথা জানাতে থাকে।অনেকের আনান্দে আত্বহারা হয়ে কাঁদতে দেখা গেছে।এদিকে ইন্তাজ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাক্ষাৎ নিতে গেলে রুমে তালা ঝুলিয়ে চলে গেছেন বলে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।তবে দীঘা ইউনিয়নের চেয়ারম্যান বিজয়ীদের সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *