মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহি বড়খড়ি কাদিরাবাদ বড় পুজো মন্দিরে এবার দ্ব›েদ্ব পুজো হচ্ছেনা।বড়খড়ি মাশরাম ভিলেজ পাড়ায় মিলেমিশে প্রথম পুজো হচ্ছে।গত বছর মেম্বার সুবল দিলীপ ও খোকন সরকারের নেতৃত্বে ধুমধামের সাথে পুজো হয়েছিল।
ঢাক ঢোল বাশির আওয়াজে পুরো হিন্দু মুসলিম সমাজ পুরো গ্রামে বুঝা যেত বড়খড়ি পুজো হচ্ছে।একটি সুত্রে জানায়,মরহুম প্রফেসর আব্দুল লতিফ বিশ^াসও দক্ষিণ পাড়ার মন্দিরের কমিটি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ মিটাতে পারেননি।তাই এবার উত্তরপাড়ার রমেশ বাবুর নেতৃত্বে আর মাশরুমপাড়ায় সুবোধ কমার বিশ^াসের নেতৃত্বে পুজো হচ্ছে।আগামী ১লা অক্টোবর থেকে শুরু হচ্ছে।