• Mon. Jan 20th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মশার কয়েলের আগুনে আলোমতি পথের ফকির

Bybasicnews

Oct 10, 2022


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের আলোমতির বসত ঘর মশার কয়েলেরে আগুনে পড়ে ছাই হয়ে গেছে।আজ ১০ই অক্টোবর সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আলোমতি এখন পথের ফকির।আলোমতি খাতুন ঐ গ্রামের দীন মোহাম্মাদ ফকিরের মেয়ে।স্থানীয় সুত্রে জানায়,রাত আড়াইটার দিকে মানুষের গভীর ঘুমে থাকার কথা আগুনের লেলিহান দেখে আমরা জেগে উঠি এবং দেখতে পাই দাউ দাউ আগুন।মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।প্রতিবেশি একজন জানান,ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।মশার কয়েলের আগুনে এ সুত্রপাত। আলোমতি এমনিই একজন দিন আনে দিন খায় তারপর তার আর মাথা গোজার ঠাই নাই।নগদ অর্থসহ আসবাবপত্র সব পুড়ে গেছে।আকলিমা জানান,আমি এখন নিঃস্ব পথের ফকির।তিনি খোলা আকাশের নিচে থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *