মাগুরা প্রতিনিধি৯ অক্টোবর রবিবার রাতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
১৭ অক্টোবর অনুষ্ঠেয় মাগুরা জেলা পরিষদ নির্বাচনে মাগুরা-১ নম্বর ওয়ার্ড থেকে তিনি উটপাখি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে উজ্জ্বল দত্ত মাগুরা প্রতিদিন ডটকমকে বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক কাজে অধিক ব্যস্ততা তৈরি হওয়ায় নির্বাচনী কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে পরিবারকে একান্ত সময় দেওয়ার স্বার্থেই আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো।
তবে সৎ ও যোগ্য একজন মানুষকে নির্বাচিত করতে তিনি সম্মানীত ভোটারদের প্রতি অনুরোধ করেছেন।