• Tue. Dec 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে পঙ্কজ কুন্ড আবারও নির্বাচিত

Bybasicnews

Oct 17, 2022

শ্রীপুর উপজেলা

আনারোস-৭২

ঘোড়া -৩৩

শালিকা

৬১-আনারোস

৩১- ঘোড়া

মাগুরা -১৬২

ঘোড়া-১৭

মোহাম্মদ পুর-

৫৭-আনারোস

৪৯-ঘোড়া

মাগুরা জেলা পরিষদ নির্বাচন চলছে (১৭ অক্টোবর)।৬ পদে লড়ছেন ২৬ জন।মোট ভোট- ৪৯২। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১ জন(মহিলা)।

চেয়ারম্যান পদে প্রর্থী ৩ জন

মোট ভোট – ৪৯২, কেন্দ্র- ৪টি, চার উপজেলা পরিষদ হলরুম।

১/ আওয়ামী লীগ মনোনীত পংকজ কুমার কুন্ডু

২/ মোঃ শরিয়তউল্লা হোসেন মিয়া

৩/ মোঃ জিহাদ মিয়া

১নং মাগুরা সদর সদস্য প্রার্থী ৬ জন

মোট ভোট-১৮৫।কেন্দ্র-সদর উপজেলা হলরুম।

১/ অধ্যক্ষ আনিচুর রহমান(খোকন)- তালা

২/ এ্যাড.মইনুল ইসলাম পলাস- টিউবওয়েল

৩/ মোঃ ফারুক আহম্মদ- অটোরিক্সা

৪/ মোঃ আনিচুর রহিম খান- বৈদ্যুতিক পাখা

৫/ মিজানুর রহমান (রনজু)-হাতি

৬/ উজ্জল দত্ত

২নং শ্রীপুর উপজেলা।সদস্য প্রার্থী ৫ জন।

মোট ভোট- ১০৭টি।কেন্দ্র- উপজেলা হলরুম।

১/ মুস্তাফিজুর রহমান

২/ আরজান বিশ্বাস

৩/ শহীদুল্লাহ ইসলাম

৪/ আবুল কালাম আজাদ

৫/ অধাপক আলিমুজ্জামান

৩নং শালিখা উপজেলা।সদস্য প্রার্থী ২ জন।

মোট ভোট ৯৪টি।কেন্দ্র – উপজেলা হলরুম।

১/ মুন্সী আবু হানিফ – টিউবওয়েল

২/ সাব্বির হোসেন বিপ্লব- হাতি

৪নং মহম্মদপুর উপজেলা। সদস্য প্রার্থী ৭ জন

মোট ভোট- ১০৭টি।কেন্দ্র- উপজেলা হলরুম।

১/ শরিফুল ইসলাম

২/ শেখ আব্দল মান্নান

৩/ মশিউর রহমান টুকু

৪/ রবিউল ইসলাম

৫/ কাজী মাহাবুবুর রহমান

৬/মোছাঃ তাসলিমা নাসরিন সাথী

৭/ আলী আহম্মদ মৃধা

সংরক্ষিত মহিলা সদস্য(মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা)

প্রার্থী -২ জন।

মোট ভোট কেন্দ্র-সদর উপজেলা পরিষদ হলরুম।

১/ কামরুন নাহার জলি – ফুটবল

২/ মোছাঃ মনোয়ারা বেগম- মাইক

উল্লেখ্যঃ শালিখা-মহম্মদপুর সংরক্ষিত মহিলা সদস্যতা নাজনিন রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *