• Sat. Apr 27th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

কেনিয়ায় গুলি করে হত্যা পাকিস্তানি সাংবাদিককে

Bybasicnews

Oct 25, 2022

সাংবাদিকতাবিষয়ক বহু  পুরস্কার পাওয়া পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরিফকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবিতে তাকে গুলি করা হয়।

সাংবাদিক আরশাদ পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন। রাষ্ট্রদ্রোহ মামলার মুখে তিনি দেশ ছাড়া অবস্থায় ছিলেন। সূত্র : বিবিসি, ডন। আরশাদ শরিফের স্ত্রী জাভেরিয়া সিদ্দিকী জানান, তার স্বামী শরিফ গুলিতে নিহত হয়েছেন। এক টুইটে তিনি বলেন, ‘আজ আমি আমার বন্ধু, স্বামী ও আমার প্রিয় সাংবাদিককে (আরশাদ শরিফ) হারিয়েছি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কেনিয়ায় গুলিবিদ্ধ হন।’ এদিকে এই খুনের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হয়, কোনো স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি করেছে। কেনিয়ার স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসিম ইফতেখার জানিয়েছেন, কেনিয়ায় পাকিস্তানের হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। উভয় দেশের কর্তৃপক্ষ সাংবাদিক শরিফের মৃত্যু ও পারিপার্শ্বিক পরিস্থিতি এখনো নিশ্চিত করেনি। উল্লেখ্য, আরশাদ শরিফ পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনে কাজ করতেন। পরবর্তীতে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াইতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তবে তিনি কখন নাইরোবি যান এবং কীভাবে নিহত হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। সাংবাদিকতা বিষয়ক বহু পুরস্কার পাওয়া শরিফ পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন। চলতি বছরের প্রথমদিকে দেশটির বিভিন্ন শহরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পর দেশ ছেড়েছিলেন তিনি। তার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাংবাদিক হামিদ মীরসহ অনেক বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *