• Wed. Dec 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা কাটাখালি ছয়চার মাদ্রাসায় ওয়াজ করেন কুয়াকাটা হুজুর ও পীর সাহেব চরমোনাই

Bybasicnews

Oct 26, 2022
      

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার কাটাখালি ছয়চার দারুল উলুম গোরস্থান মাদ্র্রাসা মাঠে বুধবার মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম ওসমান গনী সাঈপীর পরিচালানায়,প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন মুফতি মোহাম্মাদ সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই,প্রধান বক্তা ছিলেন মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা,বিশেষ অথিতি হিসাবে ওয়াজ করেন,মুফতি মস্তফা কামাল,মাওলানা মনিরুল ইসলাম,মুফতি ওসমান গনী মুছাপুরী,মাওলানা মুফতি রেজাউল করিম,মাওলানা মোহাম্মাদ আছাদুজ্জামান,হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ,মাওলানা ই¯্রাফিল বিন সাঈদ,মাওলানা সাইমন রেজা,মাওলানা নাজিরুুল ইসলাম,হাফেজ মনিরুজ্জামান,মুফতি হাবিবুল্লাহ,হাফেজ শিহাব উদ্দিন,মুফতি মাশরুর ফরাজি,মুফতি হুরাইরা লতিফী,মাওলানা খলিলুর রহমান,মুফতি ইমদাদুল্লাহ প্রমুখ। আছর নামাজের পর হইতে মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়।যশোরের বাঘারপাড়া সীমাখালি,খাজুরা মোহাম্মাদপুর শ্রীপুর,শালিখার বিভিন্ন অঞ্চল থেকে বাস মিনিবাস ট্রাকে নসিমন করিমন ইজিবাইক ভরে আসতে থাকেন মুসল্লিরা।মাহফিল আয়োজন কমিটি জানায় রাত ১২টা পর্জন্ত চলবে ওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *