• Sat. Nov 9th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় কুষকলীগ নেতার জমি দখলের পায়তারা

Bybasicnews

Nov 6, 2022
                       

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রামে কৃষকরীগ নেতা মোঃ নজরুল ইসলাম মন্ডলের জমি দখলের পায়তারা করছেন লাল মাহমুদ মন্ডল।বাদী নজরুল ইসলাম জানান,আমার ৬টি দলিলে সম্পত্তি সবগুলো আমার দখলে । লালমাহমুদ মন্ডল ষঢ়যন্ত্র করে বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মামলা মকর্দমা করে এসপি ওসির কাছে অভিযোগ দিয়েছে। কোন অভিাযোগে সে ফাসাতে পারেনি বরং জাল জালিয়াতির জন্য সে নিজেই ঠকেছে। এমনকি এব্যাপারে কোর্টে মুছলেকা দেওয়া আছে নং ৩৮তারিখ ২২/১/২০১৭ । সম্পতির বিবরনে দেখা যায়,আফজাল হোসেন মন্ডলের কাছ থেকে জয়নাল আবেদীন মন্ডল হস্তাতন্তর করেন দলিল নং ১৯২২ তারিখ ১১/০২/১৯৭৪। তার থেকে সুর্যভান বিবি দলিল নং ১৩৮৩ রেজিষ্টি তারিখ ৫/২/১৯৮১ । তার থেকে বাদী নজরুল ইসলাম দলিল নং ২৪৩৬ রোজষ্ট্রি তারিখ ৪/৫/২০০৯। মোকাদেস মন্ডলের কাছ থেকে আলতাবুল ইসলাম রেজিষ্ট্রি কবলা দলিল নং ১১৪৯ তারিখ ২৩/১/১৯৮১। তার থেকে আব্দুল হামিদ বিশ^াস দলিল নং ৫২৯১ তারিখ ২৫/৯/১৯৯৩।বাদী নজরুল আরো জানায় ভাবনহাটি ভুমি অফিসে ১০/১০/২০১৪সালে খতিয়ান নং ৪৩৫ দাগ নং ৫৪৩ মধ্যে পূর্ব পাশ তুষারের বাড়ির উত্তর সংলগ্ন ২২ শতক জমির দাখিলা আমার নামে সরকারির খাজনাপতি আমি পরিশোধ করি। সুতারং বিবাদীরা দুদান্ত লাঠিয়াল বাহিনী দিয়ে ভয়ভৃতি দেখাচ্ছে।প্রশাসনসহ এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *