• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় অবঃপ্রাপ্ত শিক্ষক হাশেম আলীর ইন্তেকাল ও জানাজা অনুষ্ঠিত

Bybasicnews

Nov 10, 2022


মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শেওলাডাঙ্গা গ্রামের অবঃপ্রাপ্ত শিক্ষক হাশেম আলী স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী—–রাজিউন। গতকাল ১০ই নভেম্বার বুধবার রাত্রে তার নীজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বড় সন্তান অবঃপ্রাপ্ত সেনা সদস্য ও মানবাধীকার আসকের ভাইচ প্রেসিডেন্ট জনাব হারুনার রশিদ জানান,তিনি একজন প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। তিনি বার্ধক্য জনীত কারনে ইন্তেকাল করেন। শিক্ষক হাশেম স্যারের মৃত্যুতে শোক জানিয়েছেন। মাগুরা সৈনিক সংস্থা,মানবাধীকার সংস্থা আসক মাগুরা জেলা,ন্যাশনাল মানবাধীকার সংগঠন মাগুরা প্রমুখ। এদিকে আজ বৃহঃপতিবার জহর বাদ শেওলাডাঙ্গা গৌরস্থান মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,ন্যাশনাল মানবাধীকার সংগঠনের জেলা সভাপতি আব্দুল খালেক বিশ^াস,আসকের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রওশন আলা, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ হাসান,জগদল ইউনিয়ন জামাতের সেক্রেটারী মাওলানা শাহাদত হুসাইন,২নং ওয়ার্ড সভাপতি,আবুল কালাম আজাদ,বিএনপি নেতা কোহিনুর বিশ^াস ,্ইউসুফ বিশ^াস,ডাঃ শহিদুল ইসলাম, কবি রওশন আলী,এলাকার গন্যমান্য প্রমুখ।জানাজার ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা আব্দুল মান্নান। পরে তাকে মসজিদের পাশে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *