• Tue. Oct 15th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা পৌসভার সিতারামপুর গৌরস্থানের আজ কবরের সিরিয়াল ১৩০

Bybasicnews

Nov 17, 2022

মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরা পৌরসভার সিতারামপুর গ্রামের গৌরস্থানের সিরিয়াল ১৩০ পূর্ণ হলো । তিনি কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু হানিফ মাষ্টারের মা ছুটু বিবি(৮০)। স্বজন সুত্রে জানায়,বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড সিতারামপুর গ্রামে নীজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহী—–রাজিউন।তিনি ৩ মেয়ে ও ২ পূত্র সন্তান নাতি নাতনী রেখে গেছেন।আবু হানিফ মাষ্টার জানান,আমার মা বয়স্ক একজন লোক। তিনি ডায়াবেটিকসহ নানা রোগে ছাড়াও বার্ধক্য রোগে ভুগছিলেন।জানাজায় উপস্থিত ছিলেন,মাগুরার সাবেক স্যটেলমেন্ট অফিসার মহিদুল ইসলাম আনজু,ন্যাশন্যাল মানবাধীকার মাগুরার সভাপতি আব্দুল খালেক বিশ^াস,সহ সভাপতি আমির খাঁন,সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম,কাটাখালি মাধ্যমিক প্রধান শিক্ষক শাহাজান মৃধা,সাবেক অবঃশিক্ষক আব্দুল খালেক,মাতব্বর হাফিজার বিশ^াস,সিতারামপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন বিশ^াস,শিক্ষক নাসিরুল ইসলাম প্রমুখ। জানাজার ইমামতি করেন সিতারামপুর পশিচম পাড়া মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ। শেষে সিতারামপুর গৌরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *