• Mon. Jan 20th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা সদর উপজেলার আয়োজনে জেলা প্রশাসকের বিদায় সংবোর্ধনা

Bybasicnews

Dec 6, 2022


আকরাম হোসেন ইকরাম,মাগুরা থেকে\ মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড আশরাফুল আলমের বদলী জনিত বিদায় সংবোর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৬ই ডিসেম্বার মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বিদায় সংবোর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,ভাইচ চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম,সদর ্উপজেলা আ,লীগ সভাপতি বাবুল ফকির,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,ও সদর উপে জলার ১৩ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *