• Sat. Nov 9th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় একই গ্রামের গৌরস্থানে ২ জনের ্একসাথে জানাজা অনুষ্ঠিত

Bybasicnews

Dec 31, 2022

মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামে একই গৌরস্থানে ২ জনের একসাথে জানাজা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার যহর নামাজ বাদ ছয়চার দারুল কোরআন মাদ্রাসা মাঠে এ জানাজা অনষ্ঠিত হয়। মুজিবুর রহমান(৯৫)গতরাত সাড়ে ৮টার দিকে অপর দিকে নুরোল মোল্যা(৭৮)আজ সকাল সাড়ে ৪টাার দিকে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহী—ওয়া ইন্নাহি রাজিউন। তারা উভয়েই বার্ধর্কজনিত কারনে মৃত্যু বরণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় জামাতের সুরা সদস্য মাওলানা আব্দুল মোতিন,মাগুরা জেলা জামাতের আমির আব্দুল বাকের মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,মঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,আবু বক্কার বিশ^াস,সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান,ইউনিয়ন বিএনপি নেতা হাফিজার রহমান,ওয়ার্ড মেম্বার বাচ্চু মোল্যা,ইবনেসিনা মার্কেটিং অফিসার আছাদুজ্জামান,সেনাবাহিনী অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শরাফাত হোসেন,কামাল হোসেন প্রমুখ। জানাজার ইমামতি করেন মাওলানা ওসমান গনী সাঈফী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *