• Wed. May 8th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বাম গনতান্ত্রিক জোটের,মানববন্ধন ও সমাবেশ

Bybasicnews

Jan 15, 2023
                

আকরাম হোসেন ইকরাম,মাগুরা প্রতিনিধি\ মাগুরায় বাম গনতান্ত্রিক জোটের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারী রবিবার ১১টায় শহরের চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজি নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বাসদের জেলা আহবায়ক সম্পা বসুর পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মাগুরা জেলার সাধারন সম্পাদক এটিএম আনিচুর রহমান।বক্তরা জানান, বিদ্যুৎের দাম এমনিতেই বৃদ্ধি তার উপরে ভোক্তা পর্যাায়ে ৫%। গত ২০২২ সালের জুনে বেড়েছে গ্যাসের দাম আগষ্টে বেড়েছিল জালানি তেলের দাম ২১ শে নভেম্বার পাইকারি বিদ্যুৎের দাম আর ১২ জানুয়ারী ২০২৩ সালে নববর্ষের উপহার হিসাবে বাড়লো খুচরা পর্যায়ের বিদ্যুৎের দাম।এর প্রভাব পড়বে সাধারন জনগনের উপর।খরচ বাড়বে উৎপাদনের এবং সাধারনভাবে বাড়বে সব জিনিষের দাম।বিদ্যুৎ খাতে চলছে অপচয় ও মহা দুনীর্তি। এ কারনে বার বার বাড়ানো হচ্ছে বিদ্যুৎের দাম।অযৌক্তিক ভাবে বেশি খরচে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ভাড়া দেওয়া হচ্ছে যা বছরে হাজার হাজার কেটি টাকা নষ্ট করা হ্েচছ। দেশি বিদেশী লুটেরা ও কমিশনভোগীরা পকেটে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। বিদ্যুৎ খাতে এই দুর্ণীতির অপচয় ও সিষ্টেম লচ দুর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *