• Wed. Dec 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় গৃহবধু চাঁদনী হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Bybasicnews

Jan 27, 2023

মাগুরা প্রতিনিধি\ মাগুরায় গৃহবধু চাঁদনী হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর রোডের টেকøটাইল মিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে চাঁদনী খাতুনের মা আনোয়ারা বেগম জানান,ছোনপুর গ্রামের আশরাফুল খাঁর ছেলে ইদ্রিস আলী খাঁর সংগে আমার মেয়ে চাদনীকে মুসলিম শরিয়াত মতে বিয়ে দিই।

বিয়ের পর থেকেই পারিবারিক ভাবে দ¦›দ্ব চলে আসছিল।গত ১৯শে জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চাঁদনীকে হত্যা করে ইদ্রিস এলাকায় আত্বহত্যার কথা চালিয়ে আমাদেরকে মৃত্যুর খবর দেয়। জামাই ইদ্রিস প্রায় চাঁদনীর সাথে ঝগড়া ফ্যাসাদ করতো এবং ইদ্রিস প্রেম ঘটিত নানা সমাস্যায় শালিষ বৈঠক হয়েছে বার বার এলাকায়। মানবন্ধনে এলাকার ২০০ নারী পুরুষ অংশ নেয়, তারা চাঁদনী হত্যার প্রকৃত রহস্য খুজে এর বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *