মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮৯ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানায়, ৬ ডিসেম্বর শালিখা থানায় এবং ৭ ডিসেম্বর মহম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় রোববার ২৯ জানুয়ারি শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনসহ ২৪ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ৩ জনের জামিন মঞ্জুর করে বাকী ২১ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অপরদিকে, মহম্মদপুর উপজেলা বিএনপির ২৪ জন হাজির হলে ৪ জনের জামিন মঞ্জুর করে বাকী ২০ জন, অপরদিকে শালিখা উপজেলা বিএনপির ৫৭ জন হাজীর হলে ৯ জনের জামিন মঞ্জুর করে বাকী ৪৮ জনসহ মোট ৮৯ জনকে জেল হাজতে প্রেরন করে আদালত। আসামীদের পক্ষে অ্যাড. আব্দুর রশীদ, রোকনুজ্জামান, শাহেদ হাসান টগর এবং কুমুদ রঞ্জন জামিনের আবেদন করেন। এর আগে আসামিরা হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে রোববার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করে।