• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Bybasicnews

Feb 12, 2023

মাগুরা নিজস্ব প্রতিবেদক\ মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড সিতারামপুর গ্রামের অবঃপ্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন খাঁন গতকাল সড়ক দুর্ঘটনায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহী—-রাজিউন।তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার বয়স হয়েছিল ৫৯বছর। এদিকে তার মৃত্যুর সংবাদ এলে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন,বাংলাদেশ অবঃপ্রাপ্ত সৈনিক কল্যান সংস্থা,ন্যাশনাল মানবাধীকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি,অবঃপ্রাপ্ত সেনা কল্যান সংস্থা মাগুরা,কাটাখালি অবসর আর্মী গ্রæপ,সৈনিক সংস্থা মাগুরা,আর্ন্তযাতিক মানবাধীকার (আসক) প্রমুখ।আজ আছর নামাজের পর সিতারামপুর কেন্দ্রিয় ঈদগার সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *