• Sat. Apr 27th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা বগিয়ায় দেড় লাখ টাকার মেহগনি গাছ অবৈধভাবে কাটলো দুঃস্কৃতিকারীরা

Bybasicnews

Feb 15, 2023

স্টাফ রিপোর্টার : মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নে বগিয়া গ্রামে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বেশ কয়েকটি মেহেগুনি গাছ কেটে ফেলে নিয়ে যায় দুঃস্কৃতিকারী লোকজন। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫ টার সময় সরেজমিনে দেখা যায় গাছ কাটার নমুনা দৃশ্য। বগিয়া গ্রামের সৈয়দ তফিকুল ইসলাম জানান গত শুক্রবার ১০ ফেব্রুয়ারী ভোর অনুমান ৬ টার সময় বগিয়া গ্রামের দুঃস্কৃতিকারী মৃত কফিল শেখ এর পুত্র হারুন শেখ (৬৫), হারুন শেখ এর ছেলে কালু শেখ (৩৫)। তারা তফশীল ভুক্ত আর এস ২৯৮৮ দাগের ৬৭ শতক জমির উপরে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশ কয়েকটি মেহগনি গাছ কাটে দুঃস্কৃতকারীরা তাদের ভাড়াটিয়া পরিচিত সস্ত্র বাহিনী দিয়ে এবং কিছু গাছ কেটে অন্য জায়গায় সরিয়ে দেয়। আমি গাছ কাটার সময় বাধা দিলে তারা আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে। সেখান থেকে তফিকুল ইসলাম কৌশলে সরে এসে পুলিশির সহায়তা নেয়। পুলিশ ঘটনা স্থলে এসে ভূমিদস্যু হারুন শেখ সহ সকলকে গাছ কাটার স্থানে পায় এবং কালুকে গ্রেফতার করে গাড়িতে তোলে। কিছুক্ষণ পরে স্থানীয় লোকের জিম্মায় তাকে ছেড়ে দিয়ে বিকাল ৪ টার সময় মাগুরা সদর থানায় উপস্থিত হতে বলে। বিরোধীয় সম্পত্তি ১৫৯/০৭ দেওয়ানী পিএ বিচারাধীন আছে যার তফশিল এস এ খতিয়ান ৬৫৮ দাগ ১৮৬৭ জমির পরিমাণ ৬৭ শতক, আর এস খতিয়ান ২৯৮৮ জমির পরিমাণ ১ একর ৫৬ অংশে ৬৭ শতক। ঘটনার এবিষয়ে সত্যতা স্বীকার করে খায়ের শেখ, কালু শেখ, পিকুল শেখ, পারুল শেখ ও হারুন শেখ বলেন এই জমি আমরা ৪ ভাই মিলে ১৯৯০ সালে জমি ক্রয় করে ছিলাম। আমাদের জমির মেহগনি গাছ আমরা কেটেছি অন্যায় তো কিছু করি নাই। জমি সম্পর্কে সৈয়দ তফিকুল ইসলাম বলেন ১৯৬৫ সালে আমার বাপ-দাদার নামে এই জমি কিভাবে তারা জোর করে গাছ কাটলো এটা সম্পূর্ণ ভাবে আইনগত অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *