স্টাফ রিপোর্টার :
মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ ফেব্রুয়ারী বেলা ১০ টার সময় মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেন রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজরাপুর আব্দুল মান্নান, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল হক আখরোট, মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, ইছাখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী সাইফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাসিম বিল্লাহ চাঁন, হাজীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কনক সাহা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মীর মেহেদী হাসান রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান, তৈয়ব মোল্লা, আছাদুজ্জামান, আজাদ হোসেন, সেলিম হোসেন, মেম্বার টোকন হোসেন, মেম্বার রাজীবুল জুয়েল মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।