• Tue. Oct 15th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা পৌরসভার দেড়–য়া গ্রামবসীর উদ্যেগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল

Bybasicnews

Mar 6, 2023

মাগুরা নিজস্ব প্রতিবেদক\ মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ড দেড়–য়া গ্রামবাসীর উদ্যেগে ১১তম বার্ষিক ইছালে ছওয়াব ও হালকায়ে জিকির অনুষ্ঠিত। ৫ই মার্চ রবিবার বিকাল ৫টায় সভাপতি আলহাজ গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সাহেব আলীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতি ছিলেন,মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল। প্রধান তাফসির পেশ করেন আলহাজ হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন সালেহী পিরোপুর। এছাড়া প্রধান বক্তা ছিলেন,আলহাজ হযরত মাওলানা খন্দোকার আব্দুল মোমিন সাহেব সিদ্দিকীয়া তরবার শরীফ কলেজপাড়া,বিশেষ বক্তা ছিলেন,হযরত মাওলানা রুহল আমীন সাহেব বোয়ামারী ফরিদপুর,হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস নাসিরুল্লাহ ফারুকী সাতক্ষিরা,এছাড়া উক্ত বেহেস্তের বাগানে স্থানীয় ওলামায়েকেরাম তাশরিফ আনছিলেন।ফযরের নামাজের পর তোবারকের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *