• Tue. Oct 15th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পুলিশ সুপার এম মশিউদৌল্লা পিপিএম(বার) এর প্রেস ব্রিফিং

Bybasicnews

Mar 19, 2023

আকরাম হোসেন ইকরাম,মাগুরা \ মাগুরায় পুলিশ সুপার জনাব এম মশিউদ্দৌলা রেজা পিপি এম (বার) স্বর্ণের দোকান চুরি ঘটনায় ২৪ ঘন্টায় মধ্যে চোর চক্রের সদস্য গ্রেফতার ও মোবাইলসহ মাল উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং দিয়েছেন। ১৯শে মার্চ রবিবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে তিনি এ ব্রিফে জানান,মাগুরা শহরের পুরতন বাজার স্বর্ণ পটির বৈদ্যনাথ জুয়েলারীর দোকান হতে স্বর্ণ ও রোপার গহনা চুরি হয়েছে এমন সংবাদের ভিত্তিত্বে আমার নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের তত্বাবধানে সদর থানা অফিসার ইনচার্জ জব্বারুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স ) জনাব হোসেন আলীর নেতৃত্বে একটি টিম গঠন করে অভিযান পরিচালনা করে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হল বৈরকন্ঠপুর গ্রাম থানা লোহাগড়া জেলা নড়াইলের তহম আলী শেখের পুত্র আবুল হাসান(৫২),ঝনঝনিয়া গ্রাম থানা রামপাল জেলা বাগেরহাটের লিয়াকত আলী শেখের পুত্র মিন্টু শেখ(২৫) ,একই গ্রামের আমজাদের ছেলে মোস্তাফিজুর রহমান(৫০),ঝুমলাই গ্রাম থানা রাম পাল জেলা বাগেরহাটের ইউসুফ আলীর ছেলে ইয়াসিন(৫০),টিয়ার ডাঙ্গা গ্রাম থানা কাশিয়ানি জেলা গোপালগনের মৃত আব্দুল আলীর পুত্র মেহেদী হাসান,(৪৮),মাগুরা পুলিশ লাইনপাড়ার শহর আলী বিশ^াসের ছেলে মিরাজুল ।তারা বিভিন্ন মামলার আসামী এবং দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।সদর থানা মামলা নং ৩১ তারিখ ১৯/৩/২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *