প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল , ২০২৩ ২২:২৩:৪৭ pm
মাগুরা প্রতিনিধি : মানবতার সেবায় পিওজে ক্লাব এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শনিবার সকালে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৩৫০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের পিটিআই মাঠে সকাল থেকে প্রতিবন্ধী, বিভিন্ন শ্রেণির দিনমজুরসহ দুস্থ মানুষেরা ক্লাবের পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা কুপন নিয়ে হাজির হন। সকাল ৮টা থেকে শুরু হয় বিতরণ কার্যক্রম। সবাই সারিবদ্ধ ও সুশৃঙ্খল ভাবে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাদের কাছ থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের মাগুরার উপদেষ্টা আবু ইমাম মোহাম্মদ বাকের, শফিকুর রহমান পিন্টু, লিটন ঘোষ, তরুণ বৈদ্য, কাজী লাবণী, শাহ জাহান মিয়া প্রমুখ।
এছাড়া কার্যক্রমে সার্বিক সহায়তা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য আছাদুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, আশরাফ খান, ইমরান খান তিতাসসহ অন্যরা। সহায়তা পেয়ে প্রকৃতি ও জীবন ক্লাবসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা এই ক্লাবের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করেন।
তারা জানান, উচ্চ দ্রব্য মূল্যের এই বাজারে তাদের এই সহায়তা সংসারে চাহিদা পূরণে সহায়ক হবে।