অনলাইন ডেস্
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই হারে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ ম্যাচে টাইগ্রেসদের ৪৪ রানে হারায় শ্রীলঙ্কা।
যদিও সিরিজের প্রথম ম্যাচটি জিতে দারুণ শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা, তুলে নেয় টানা দুই জয়।
শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৩ উইকেটে ১৫৮ রান তোলে। ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১১৪ রানে।
ওপেনারদের ব্যর্থতার পর সোবহানা মোস্তারি, নিগার সুলতানা ও মুর্শিদা খাতুনেরা তেমন কিছুই করতে পারেননি। লঙ্কান বোলিং তোপে তারা হাত খুলে মারতে পারেননি। সোবহানা ২৫ বলে ৩০ রান করেছেন। নিগার ৩১ রান করেছেন ৩৩ বলে।