• Wed. Dec 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারকে হাতুড়ী পেটা

Bybasicnews

May 21, 2023

মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে ৩মাসের পূর্বে স্কুল ছাত্রী অদিথী বিশ^াসকে বেদম প্রহার করা মামলাকে কেন্দ্র করে আবার হাতুড়ি পেটা করে প্রতিপক্ষরা। অসিম বিশ^াস প্রতিবেদককে জানান, আমার মেয়ে স্কুল ছাত্রী অদিথী বিশ^াস (১৫) প্রতিপক্ষ পলাশ বিশ^াস,সুমন,মিন্টু বিশ^াসসহ আরো অনেকে বেদম প্রহার করে ফেলে রেখে যায়। সেই থেকে অদিথী মানষিক ভারসাম্য হারিয়ে এখন মানুষিক প্রতিবন্ধি রোগী। এ ঘটনায় অদিথীর বাবা অসিম বিশ^াস বাদী হয়ে মাগুরা সদর আদালতে মামলা করেন যা এখনো চলমান রয়েছে। মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন আসামীরা। এক পর্যায়ে গত বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুবর্ণা বিশ^াস,পলাশ বিশ^াস,সুমন বিশ^াস,গোবিন্দ বিশ^াস নামে আরো অনেকে আমার পরিবার এবং আমাকে হাতুড়ি পেটা করে ।এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। তারা হাসপাতালে এসেও হুমকি দিচ্ছে জানে মারার। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে এর সু বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *