• Fri. Nov 8th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

গলায় ধারালো অস্ত্র ধরে চাদাবাজি,দেশীয় অস্ত্র ও চক্রের মুলহোতাসহ গোয়েন্দা জালে তিনজন আটক।

Bybasicnews

Jun 6, 2023
……………………………………………..
মাগুরা সদর থানায় ৩১/০৫/২০২৩ইং তারিখের একটি চাদাবাজির ঘটনার প্রেক্ষিতে চাঁদাবাজ চক্রের মুলহোতা ১। আবু জাহাদ @জাহিদ শিকদার(৩০) পিতা-মান্নাফ শিকদার, সাং-ভিটাসাইর (ইসলাম বাগ পাড়া),থানা মাগুরাসহ তার সহযোগি আরো ০৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে মাগুরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম ও থানা পুলিশের একটি টিমের সমন্বিত অভিযানে ০৪.০৬.২০২৩ইং তারিখে মাগুরার ভিটাসাইর এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মুলহোতা জাহিদ শিকদারকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে ০৪ টি ছুরি ০৭ টি তরবারি বল্লম ০৫ টি বল্লম উদ্ধার করা হয়। পরবর্তিতে অভিযান করে তার দুই সহযোগী মোঃ সাগর হোসেন(২২),পিতা-নজরুল ইসলাম ও মোঃ রাসেল মোল্ল্যা উভয় সাং- শিমুলিয়া, উভয় থানা- মাগুরা সদর,উভয় জেলা-মাগুরাকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাগুরার একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা ও মাঝে মাঝে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাদাবাজি করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত জাহিদ শিকদারের বিরুদ্ধে ইতিপূর্বে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে মাগুরা সদর থানার সংশ্লিষ্ট মামলায় চালান দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *