• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

     মাগুরা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

Bybasicnews

Jun 23, 2023

 

মাগুরা প্রতিনিধি মাগুরা পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্যে ৭৪ কোটি ৩৮ লক্ষ ৯ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৫ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার ৮২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লক্ষ ২৬ হাজার টাকার উন্নয়ন বাজেট।: বৃহস্পতিবার ২২ জুন বেলা ১০ টার সময় পৌরসভার সম্মেলন কক্ষে মাগুরা পৌরসভার আয়োজনে বাজেট ঘোষণা অনুষ্ঠিত করা হয়। পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মাগুরা মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান সহ প্রমুখ। ২০২৩-২০২৪ অর্থ বছরে মাগুরা পৌরসভার ১৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮ শত ২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকার উন্নয়ন বাজেটসহ মোট ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮ শত ২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপ খাতের বিবরণ থেকে আয়, প্রারম্ভিক জের ১ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৪ শত ১৪ টাকা, রাজস্ব খাত হতে মোট আয় ১৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮ শত ২০ টাকা, উন্নয়ন সহায়তা খাতে মোট মঞ্জুরী ১ কোটি ৬৯ লাখ টাকা, প্রকল্প খাতে মোট আয় ৫৭ কোটি ৭০ লাখ টাকা সর্বমোট আয় ৭৪ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৮ শত ২০ টাকা (৭৪,৩৮,০৯৮২০ টাকা) এবং সর্বমোট ব্যয় রাজস্ব খাতে ১৫ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১ শত ৯৩ টাকা, রাজস্ব খাত হতে মোট উন্নয়ন ব্যয় ৪১ লাখ ২৬ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাত হতে ১ কোটি ৬৯ লাখ ৫ শত টাকা, প্রকল্প খাত হতে ৫৭ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৬ শত ৮০ টাকা। সার্বিক বাজেট উদ্বৃত্ত ৮২ লাখ ১৮ হাজার ৮ শত ৬১ টাকা (৮২, ১৮৮৬১ টাকা) ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেট ২৩ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৮ শত ৪৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *