• Fri. May 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

   মাগুরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের চাষ পদ্ধতির প্রশিক্ষণ 

Bybasicnews

Jun 22, 2023

 

মাগুরা পৌর প্রতিনিধি:: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২২ জুন সকাল ১০ টা প্রশিক্ষণ হল বিনা উপকেন্দ্র মাগুরা এর আয়োজনে এবং রাজস্ব অর্থায়নের সহায়তায় এই কৃষক প্রশিক্ষণ করা হয়। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র মাগুরা কৃষিবিদ মোহাম্মদ আসাদ উল্লাহ। আমন ধান শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে ভারচুয়াল ভাবে যোগদান করেন প্রধান অতিথি মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারচুয়াল ভাবে পরিচালক (গবেষণা) বিনা, ময়মনসিংহ ডঃ মোঃ আব্দুল মালেক, ভারচুয়াল ভাবে সিএসও ও গবেষণা সমন্বয়ক বিনা, ময়মনসিংহ ডঃ মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা বিষ্ণুপদ সাহা, উপজেলা কৃষি অফিসার ডিএই কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। এছাড়াও কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা, মাগুরা তানভিন আবীর, ফার্ম ম্যানেজার বিনা, মাগুরা মোঃ আবু সাইদ। কৃষকদের সাথে প্রশিক্ষণ নিচ্ছিলেন উপসহকারী কৃষি অফিসার মঘী ইউনিয়নের বুধইরপাড়া ব্লকের মোঃ শহীদ রেজা ও উপ-সহকারী কৃষি অফিসার পৌরসভা ব্লকের নিকুঞ্জ কুমার মন্ডল।কৃষক প্রশিক্ষণে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *