মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার চাপড়া গ্রামের আশরাফুল ইসলাম নামে ইটালী সিটিজেন যুবক জোর করে বাল্য বিয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,আশরাফুল বরাবরই বড় বড় কথা বলেন। গ্রামের কারর তোয়াক্কা করেন না।আশরাফুল ঐ গ্রামের লুৎফর বিশ^াসের ছেলে।জগদল ইউনিয়নের আজমপুর গ্রামে সুন্দরী মেয়ের সন্ধান পেলে আশরাফুল পাগল হয়ে এক পর্যায়ে জোর করে বিয়ে করেন উর্মি খাতুন ১৪ নামের নাবালিকাকে। গ্রামের কাউকে যাত্রীতে না নিয়ে একাই নববধূ বোন ভগ্নিপতি নিয়ে বিয়ে করে গ্রামবাসীকে উপহার দেন বলে দম্ভো করে বলেন,সাংবাদিক হউক আর যেই হোক দেখি আশরাফুলের কি করতে পারে?এদিকে আশরাফুলের এমন কান্ডে গ্রামবাসী বলেন বিয়ে হয়ে গেলে আইনে কিছু করা যায়না।যতই আইনের লোক হোক আসলে রাজনীতির কাজে সবাই বাঁধা। কারন দেখছি যখনই বাল্য বিয়ের খবর প্রশাসনের কাছে দিলে হ্যালো করলে তারা চলে যায়। এজন্য আশরাফুলের মত হাজারও যুবক এরকম পার পেয়ে যায় বলে আক্ষেপ করে জানান।