• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বাল্য বিয়ের নিউজ করায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি বরের

Bybasicnews

Jul 7, 2023

 

মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরায় বাল্য বিয়ের নিউজ করায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন বর আশরাফুল ইসলাম। তিনি  সদর উপজেলার চাপড়া গ্রামের লুৎফর বিশ^াসের ছেলে। ৭ই জুলাই শুক্রবার মাগুরা সদর থানা ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গত ৮ই জুন ২০২৩ তারিখে মাগুরা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেবিডের মাধ্যমে উপজেলার  আজমপুর গ্রামের সোহরাব মোল্যার মেয়ে উর্মি খাতুনের সাথে বিয়ে হয়। যা এখনও মেয়ের বিয়ের বয়স হয়নি। এ বিয়ের বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক আবু নাসের বেগের নজরদারীতে আছে। এ খবরে আশরাফুল সাংবাদিক ফারুক আহম্মেদকে ফোনে ভালমন্দ খেয়ে নিয়ে মেরে ফেলার ও অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি হাতপা কেটে আগুনে পোড়ানোর হুমকি দেয় আশরাফুল।  পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম বার অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষনিক সদর থানার ওসিকে  ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *