মাগুরা প্রতিনিধি\ মাগুরায় পৃথক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২দিনে ভোক্তা অদিকারের অর্থদন্ড প্রদান। মঙ্গল ও বুধবার মাগুরা শহরের বিভিন্ন ক্লিনিক ,প্যাথলজি, ফার্মেসী,হোটেল ও মুদি কোকানীর কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আজ বৃহস্পতিবার মেয়াদ উর্ত্তীন ঔষুধ ও রি-এজেন্ট রাখার অপরাধে দুটি ক্লিনিককে ৪০ হাজার টাকা এবং মানহীন পন্য বিক্রি করা ও গুদাম জাত করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষনের জেলা কার্যলয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয। পরিচালক মামুনুল জানান, এটি ভোক্তা অদিকার সংরক্ষনের নিয়মিত অভিযান পরিচালনা এবং এটি চলমান থাকরে। এ সময় উপস্থিত ছিলেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রমানিক,মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ।