• Tue. Oct 15th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ডেঙ্গুর বিস্তার রোধে গনকমিটির সমাবেশ

Bybasicnews

Jul 20, 2023

আকরাম হোসেন ইকরাম,মাগুরা নিজস্ব প্রতিনিধি\ মাগুরাসহ সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে গনকমিটির সমাবেশ হয়েছে। ২০ শে জুলাই বৃহস্পতিবার ১১টায় চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে গনকমিটির আহবায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে মাইকিং করে সতর্ক করা হচ্ছে, অথচ এর কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেলা প্রশাসন,পৌরসভা সরকারি হাসপাতালসহ দায়িত্বশীল প্রতিষ্ঠান তারা কি করছে প্রশ্ন রাখেন? নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না। শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে এবং নিয়মিত ময়লা পরিষ্কার করা হয়না। ময়লা দুষিত পানি নদীতে ফেলা হচ্ছে ফলে নদী ভাগাড়ে পারিনত হচ্ছে। সমাবেশে তারা,ডেঙ্গুর বিস্তার রোধ কার্যকর পদক্ষেপ .সরকারি উদ্যেগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা নিশিচত করা,নিয়মিত মশা নিধন অভিযান ,ড্রেন রাস্তাঘাট পরিষ্কার,ও জলাবদ্ধতা ্এবং নদী দুষণ ও দখলমুক্ত করতে হবে বলে দাবী করেন ।এ সময় আরো বক্তব্য রাখেন,সদস্য সচীব প্রোকৌশলী শম্পা বসু,যুগ্ন আহবায়ক শিক্ষাবিধ নজরুল ইসলাম ফিরোজ,যুগ্ন আহবায়ক এচিএম আনিচুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *