মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের লক্ষিপুর গ্রামের নতুন বাজার এলাকার বসিরের বাড়ির ভাড়াটিয়া লাবলু দাস (৩৫)কে তার (সৎ স্ত্রী) ২য় স্ত্রী ছুরি দিয়ে জখম করে । ঘটনাটি ২৩ শে জুলাই রাত সাড়ে ৩টার দিকে ঘটে। স্থানীয়রা জানান,রাত সাড়ে ৩টার দিকে বসিরের বাড়িতে চিল্লাচিল্লির সংবাদ পেয়ে দেখি রক্তাত্ব অবস্থায় পড়ে আছে লবলু দাস। তার স্ত্রী লাবলুর রক্তাত্ব দেহ নিয়ে মায়া কান্না করছে। তাকে পরে সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্মৃতি দাস বর্তমানে পুলিশ হেফাযতে আছে। লাবলু দাস মাগুরা পৌরসভার নীজনান্দয়ালী গ্রামের তপন দাসের ছেলে। তার আগের পক্ষের স্ত্রী ও ছেলে মেয়েরা আছে। এখানে ঘর ভাড়া করে ২য় পক্ষের স্ত্রী স্মৃতি দাসকে নিয়ে বসিরের বাড়িতে ভাড়া থাকেন। তাদের ভিতর প্রায়ই ঝগড়া গন্ডগোল ঘটতো। একে ওপরে সংসার ঝামেলায় বিভিন্ন কথা কাটাকাটি চলতো প্রতিবেশীরা টের পেত। তবে কেউ তাদের সংসারের বিষয়ে কথা বলতো না। আরেকটি সুত্রে জানায়,২ য় পক্ষেন স্ত্রী স্মৃতি দাস আগের পক্ষের সতীন ও তার ছেলে মেয়েকে মারার হুমকি দিয়েছিলেন। তার পরেই নিজনান্দুয়ালী থেকে বিতাড়িত লাবলু দাস (সৎ)২য় স্ত্রী নিয়ে সদর উপজেলার লক্ষিপুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন। এদিকে মাগুরা সদর থানার এসআই ফরহাদ জানান,সংবাদ পেয়ে দ্রæত ছুটে আসি হাসপাতালে এবং স্মৃতি দাসকে পুলিশ হেফাযতে চিকিৎসায় রাখি। লাশ মর্গে রাখা আছে।