আকরাম হোসেন ইকরাম \ মাগুরায় জেলা প্রশাসনের উদ্যেগে পৌরসভার সহযোগীতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্ট শনিবার ক্যাপটেন শহীদ শেখ কামালের ৭৪ তম জনামদিন উপলক্ষে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন,এ্যাড সাইফুজ্জামান শিখর,বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএমবার,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ পঙ্কজ কুমার কুন্ড,জেলা আ,লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ,সদর উপজেলা চেয়ারম্য্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল,মাগুরা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান সভাপতি ছিলেন,জেলা প্রশাসক আবু নাসের বেগ।খেলায় ক্যাপটেন ছিলেন জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএমবার । খেলায় পৌরসভা দল জয়ী হয়েছেন।