• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

তফসিল প্রত্যাখ্যান বিএনপির রবি সোম হরতালের ডাক

Bybasicnews

Nov 16, 2023

 নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বলেছেন, গোটা বাংলাদেশের প্রত্যাশা ও জনমত উপেক্ষা করে তামাশার নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সমগ্র জাতির সঙ্গে মশকরা করেছেন সিইসি। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদন্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের এ তফসিল আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি করে একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল-রঙ্গ জনগণ মানে না। নীলনকশার এই তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ভার্চুয়ালি এক প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ এসব কথা বলেন। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে রিজভী আহমেদ বলেন, এই অবিমৃষ্যকারিতার ফলে দেশে যে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে- তার পুরো দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এই সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী সরকারের পতন ঘটবে ইনশা আল্লাহ। জনগণের সরকার প্রতিষ্ঠার পর এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবার বিচার করবে জনগণ। প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেছেন- অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। এ কথা ডাহা মিথ্যা, ভন্ডামিপূর্ণ এবং মেকি। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা চোরাবালিতে পড়ার শামিল। বিএনপির এই মুখপাত্র বলেন, তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করলেন, এত সহজ নয়। নির্বাচনের একটা ঘোষণা দিলেন, আর নির্বাচন হয়ে গেল! আজ রাজপথের দিকে তাকিয়ে দেখেন। গোটা দেশ অচল হয়ে গেছে। অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা। আপনার সব পোশাকি-অপোশাকি রক্ষীবাহিনী-লেঠেল বাহিনী নামিয়েও কিছুই করতে পারছেন না। কীভাবে পারবেন বাংলাদেশের জনগণ একদিকে, আপনি আর আপনার লাঠিয়াল বাহিনী একদিকে। সঙ্গে আছে কিছু পাইক পেয়াদা-নফর-চাপরাশি। তারাও জনগণের আন্দোলনে আত্মসমর্পণ করবে। এই ঊর্মিমুখর জনতরঙ্গ রুখবার ক্ষমতা আপনাদের নেই। কান পেতে পতনের বুলন্দ আওয়াজ শোনেন। বিদায়ের রাগিণী বাজছে। ক্রমে ঘনিয়ে আসছে অন্তিম সময়। ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে হরতাল : তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সমমনা দল বাংলাদেশ লেবার পার্টি। তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল পুরানা পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এই ঘোষণা দেন।  ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে। কারণ সরকারের আজ্ঞাবহ, দলদাস নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসেবে কাজ করছে। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে। রাজধানীর কাকরাইল মোড়ে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া। তিনি বলেন, সন্ধ্যায় কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।  ঢাবি প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকায় একসঙ্গে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের ডাসের পশ্চিম দিকের রাস্তায় (যাত্রী ছাউনির সামনে) বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাজশাহী : নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এতে চার পুলিশ আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইটের আঘাতে চার পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। চাদপুর : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত রাত ৮টার পর মহাসড়কের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তদের হামলায় গাড়িচালক ও যাত্রী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  এদিকে ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দোহার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। নোয়াখালী : শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি  এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব বলেন, চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সেনবাগ উপজেলার সামিরমুনসিরহাটে টায়ারে আগুন দিয়ে অবরোধ তৈরি করেছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। বগুড়া : তফসিল ঘোষণার পর রাত ১০টায় বগুড়া জেলা পুলিশ সুপারের বাসভবনসহ শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ করেছে অবরোধকারীরা। এ ছাড়া বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপির মশাল মিছিল থেকে একটি কার্গো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টার দিকে তালতলা বিএডিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।   চট্টগ্রাম : রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে বলে ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম বিএনপি। তফসিল ঘোষণার পর গতকাল রাতে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সিলেট : তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটে বিক্ষোভ করেছে বিএনপি। নগরীর বারুতখানা পয়েন্ট থেকে মশাল মিছিলটি বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি জিন্দাবাজার আসার পর সড়কে পেট্রল ঢেলে আগুন দেন তারা। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান নেতা-কর্মীরা। বরিশালেও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। কুমিল্লা : গতকাল সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি। সরকারি মহিলা কলেজ থেকে মিছিলটি রানীরদীঘি পর্যন্ত এলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে বিএনপি। পরে পুলিশের উপস্থিতিতে তারা সরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *