মাগুরা প্রেতিনিধি॥ মাগুরা সদর উপজেলার বড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মোল্যা আজ ১লা ডিসেম্বার শুক্রবার ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহী ওয়া— রািিজউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী ১ পুত্র ও১ কন্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্বজন সুত্রে জানায়,আজ দুপুরে হঠাৎ অসুস্থ্য হলে মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে নেওয়া হলে চিকি’সকরা ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তিনি। শিক্ষকতা ছেড়ে তিনি পল্লি বিদ্যুৎতে চাকরী করতেন। তিনি বড়খড়ি গ্রামের মরহুম মাষ্টার নুরুদ্দিন মোল্যা ছেলে।