আকরাম হোসেন ইকরাম,নহাটা থেকে ফিরে॥ মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের পূর্ব পাড়ায় আজ রবিবার আপন দুই সহদরের লাশ উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন,সবুজ(২২),হৃদয়(১৭)। তারা দু-জন পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে। পেশায় তারা মুদি দোকানদার ও সবুজ এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।স্থানীয় ব্যাক্তিদের মাধ্যমে খবর পেয়ে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ দুটিকে উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা আ,লীগ নেতা মস্তফা কামাল সিদ্দিকী জানান,নিহত সবুজ দোকানী ও কৃষি কাজ করতেন। হৃদয় এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে তারা নিরীহ প্রকৃতির সাদা মনের মানুষ। কারো সাথে বিবাদ ছিল না তাদের। তারা দুজনই শনিবার রাত সাড়ে ৯টার পর থেকে নির্বাচনী প্রচারনার কাজে ছেলে পেলেদের সাথে ছিলেন । আরেকটি সুত্রে জানায়,বাড়ি থেকে একই গ্রামের প্রতিবেশি ফারুক মোল্যার ছেলে আশিক ও আতিক ডেকে নিয়ে যায় এবং সেই থেকে নিখোজ ছিলেন দুজনই। মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপি এম বার ঘটনা শোনার পর এলাকায় পুলিশ মোতায়েন করেছেন। তিনি প্রকৃত হত্যার কারন উদঘাটন ও জড়িত ব্যাক্তিদের ধরতে গোয়েন্দা নজর দারীতে রেখেছেন। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় একই গ্রামের ফারুক মোল্যার ৩ ছেলেকে প্রাথমিক জিজ্ঞ্যাসাবাদে আটক করেছে পুলিশ।