• Sat. Sep 14th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা সদর উপজেলার টক অব দ্যা ক্যান্ডিডেট রানা আমির ওসমান রানার গনসংযোগ

Bybasicnews

Apr 23, 2024

 

মাগুরা প্রতিনিধি॥ আসছে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মাগুরাতে চলছে প্রার্থীদের মধ্যে নানা জল্পনা কল্পনা ছাড়াও নানাবিধ কর্মকান্ড। এরই মাঝে সদর উপজেলা গড়ে তোলার বার্তা নিয়ে মাঠে নেমেছেন মাগুরা জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব রানা আমির ওসমান রানা। মাগুরা শহরের সবখানেই আলোচনার কেন্দ্র বিন্দু রানা আমির সেমান রানা।বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে রানা আমির ওসমান রানার সমর্থক। এ ছাড়া মাগুরা পৌর পিতা জনাব খুরশিদ হায়দার টুটুল রানা আমির ওসমান রানার পক্ষে বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন। এ দিকে রানা আমির ওসমান রানা গতকাল ২২ শে এপ্রিল প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নেমেছেন। তিনি জগদল,বেরইল পলিতা কুচিয়ামোড়া,মঘীসহ বিভিন্ন এলাকায় গন-সংযোগ করেন। তিনি সদর উপজেলার বাসীর কাছে দোয়া চান।এসময় আ,লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *