• Sat. Nov 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বসন্ত উৎসবে গান গাইলেন জেলা প্রশাসক

Bybasicnews

Feb 16, 2023

মাগুরা প্রতিনিধি : নিজে বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে মঙ্গলবার মাগুরায় বসন্ত উৎসব উদ্বোধন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু নাসের বেগ। তার গানের সঙ্গে নাচতে দেখা গেছে একাধিক শিশু শিল্পীদের। মাগুরা জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব মিলনায়তনে এ বসন্ত উৎসবের আয়োজন করে। সকালে উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগর, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক আইচ, শিল্পী সুকুমার পাল, অনামিকা বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’ এবং ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, এই দুটি গান গেয়ে শিশুদের সাথে নিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে এসে জেলা প্রশাসকের গানের সাথে নাচ পরিবেশন করে নৃত্য শিল্পী অধরা জানান ডিসি সাহেবরা সাধারণত অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করেন। কিন্তু মাগুরার বর্তমান জেলা প্রশাসক সাহেব নিজে একজন শিল্পী। তিনি আমাদের সঙ্গে নিজেই গান গাইলেন। সেইসঙ্গে আমাদের উৎসাহিত করলেন।

জেলা প্রশাসক আবু নাসের বেগ জানান, বাঙালির ষড় ঋতুর প্রতিটিতেই রয়েছে পৃথক বৈচিত্র। ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের মনে প্রকৃতির মতই রং ছড়িয়ে পড়ে । বাঙালির অসাম্প্রদায়িক আদর্শকে ছড়িয়ে দিতে বসন্ত উৎসব বিশেষ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *