মাগুরা প্রতিনিধি\ মাগুরা মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে কামরুজ্জামানের বাড়ি ও দোকানের ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সাগে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাথে একটি গাভিন গরুর শরীরের এক তৃতীয়াংশ পুড়ে গেছে। বর্তমানে মহম্মদপুর পশু হাসপাতালে চিকিৎসা চলছে। । গ্রামের স্থানীয়রা জানান,সন্ধ্যার সময় গ্রামের অধিকাংশ মানুষ চিল্লাচিল্লি করে এদের বাড়িতে এসে আগুন নেভানের চেষ্টা করে ।দোকানের মালামাল এবং বাড়িতে থাকা গাভিন গরু দড়ি কেটে দিয়ে সবাইর সহযোগীতায় গরুটি বাচাতে পেরেছি। ঠিক বৃষ্টি আসার আগ মুহুর্তে এ ঘটনাটা ঘটে তবে ঝড় বৃষ্টির সময় বলে ফায়ার সার্ভিস আসেনি। মেম্বার রিক্তা পারভিন জানান,আমার ৮ নং ওয়ার্ড এবং আমার বাবার বাড়ি এই গ্রামে । সন্ধ্যার সময় খবর পেয়ে ছুটে আসি এখানে। দেখি চারিদিকে আগুন আর আগুন তবে ঐ সময়ে আল্লাহর রহমতে বৃষ্টি এসেছিল বলে আসে পাশের বাড়িতে আগুন ছড়ায়নি। সুধু কামরুজ্জামানের বাড়ি ও দোকানের ৪/৫ লাক টাকার ক্ষতি হয়েছে। এবং তাদের বর্গা নেওয়া একটি গাভির শরীরের ৩ ভাগ পুড়ে গেছে। পশু ডাক্তার চিকিৎসা দি্েচ্ছন। এরা বাড়িতে মা মেয়ে থেকে দোকান চালায়। খুব কষ্ট করে তাদের সংসার চলে সমাজের দানশীল ব্যাক্তি ও সরকারের কাছে আর্থিক প্রনোদনার দাবী জানান তিনি।