• Thu. Apr 18th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

       মাগুরায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান 

Bybasicnews

Jun 20, 2023

 

মাগুরা  পৌর   প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, ২০২২-২৩ অথবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২০ জুন বেলা ১১ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস মাগুরা সদর এর আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে খরিপ মৌসুমের উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান ও সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শেখ মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাগুরা মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বিষ্ণুপদ সাহা, জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত কৃষক মোঃ আক্কাস খান। অনুষ্ঠানের শেষে শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের চাষী নবীরন নেছা, আঠারখাদা ইউনিয়নের রাজকুমার কাছে কৃষি উপকরণ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *