• Wed. May 1st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় এসডিএফ স্টেকহোল্ডার কর্মশালা ও ১১ জন মেধাবী শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি 

Bybasicnews

Jun 19, 2023

মাগুরা প্রতিনিধি : মাগুরায়  সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা ও বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসন মাগুরা সদর এর আয়োজনে ও এসডিএফ মাগুরা জেলা কার্যালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে কর্মশালা করা হয়। এসডিএফ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের, অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।  মাগুরা জেলায় রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরএলআই) প্রজেক্ট এর বিভিন্ন কম্পোনেন্ট এর কার্যক্রম পরিচালনা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই সকলের পরিচয় পর্বের মধ্য দিয়ে আরইএলআই প্রকল্পের বিভিন্ন অগ্রগতি ও কার্যক্রম নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক  মাহমুদ হাসান, এসডিএফ, মাগুরা। তিনি মাগুরা জেলার সদর উপজেলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসডিজি বাস্তবায়নে এসডিএফ এর সাফল্যের ও অংশগ্রহণের কথা তুলে ধরেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসান ও প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আবু নাসির বাবলু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান আবু নাসির বাবলু বক্তব্যে এসডিএফ এর বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং  বিভিন্ন অধিদপ্তর এর সাথে লিংকেজ এর জন্য প্রস্তাব করেন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা বলেন, যাহার ফলে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও সরকারের দারিদ্র্যমুক্ত ডিভিশন আরো সহায়ক হবে বলে মনে করেন। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. হেদায়েত উল্লাহ। তিনি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশ্ন-উত্তর পর্বে এসডিএফ এর লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মকান্ড নিয়ে অবগত করে তথ্য-উপাত্ত তুলে ধরেন। এছাড়াও কর্মশালায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি) মো. জাকির হোসেন, জেলা কর্মকর্তা আব্দুল ওহাব (লাইভলিহুড), জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডল (এমইএল), জেলা কর্মকর্তা পলাশ সরকার (আইটি এন্ড এমআইএস) জেলা কর্মকর্তা ওমর ফারুক (একাউন্টস), জেলা কর্মকর্তা ডা. নুর জাহান আশা (এইচ এন্ড এন), জেলা কর্মকর্তা হাবীব আল রাকীব (ইয়ুথ এন্ড এম্প্লয়মেন্ট), জেলা কর্মকর্তা নাজমুল হাসান (কমিউনিটি ফাইন্যান্স), জেলা কর্মকর্তা রাশেদুল ইসলাম (টি এন্ড ই), ক্লাস্টার কর্মকর্তাগণ ও বিভিন্ন গ্রাম সমিতির বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ।  অনুষ্ঠান শেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান বক্তব্যে বলেন, আগামীতে এসডিএফ এর চলমান কার্যক্রম ও কর্মসূচিগুলো বিভিন্ন অধিদপ্তর এর সাথে সমন্বয় করে যাহাতে করা যায় সে বিষয়ে পরামর্শ দেন এবং এসডিএফ এর কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে পরিদর্শন জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কে অবগত করেন। অনুষ্ঠান শেষে ১১ জন শিক্ষার্থীকে  অতিথিদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং প্রতিজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা প্রতাপ কুমার দাস (আইসিবি) এসডিএফ, মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *